মনে আছে ক্লাস সেভেনের বাংলা ২য় পত্রের পরীক্ষার দিনের কথা? কলমকে খাতার ভূমির উপর মারমুখী হালচাষ করার সময়গুলো? হাত ব্যাথা করে ইয়া বড় রচনা লেখার ঘামঝরানো মুহূর্তগুলো? আমার পারসোনালি চয়েস ছিলো বিজ্ঞান নিয়ে রচনা লেখা। কারন বানায় সানায় ইচ্ছামত লেখা যায়। ভূমিকায় লেখা থাকত বিজ্ঞান আমাদের জীবনযাত্রা সহজ করেছে, সেই...