Happy ending. এই শব্দজোড়া শুনলে কী মাথায় আসে?
সিনেমার শেষ দৃশ্য কিংবা উপন্যাসের শেষ পাতায় সুন্দর এক সমাপ্তি? যেখানে সত্য আর ন্যায়ের জয় হয়, বিচ্ছেদ আর বিরহকে ম্লান করে সুখ আর ভালোবাসা স্থান করে নেয়।
মানুষ গল্প খুব ভালোবাসে। তারচেও ভালোবাসে গল্পের শেষে মধুর সমাপ্তি। প্রবাদই তো আছে, সব ভালো যার শেষ...